Ajker Patrika

চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ২২
চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিশাল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার রাতে দুই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ প্রতীকে) পান মাত্র ৪ হাজার ৯৫ ভোট। 

জগন্নাথপুরে ৮৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পায় ৬০ হাজার ৭৮৭ ভোট। সোনালী আঁশ প্রতীক পায় ২ হাজার ৩১৯ ভোট। মোট প্রাপ্ত ভোট ৩২.৩৬ শতাংশ। 

অন্যদিকে মন্ত্রীর নিজ এলাকা শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনামন্ত্রী পান ৬৬ হাজার ২০৯ ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পান ১ হাজার ৭৭৬ ভোট। মোট প্রাপ্ত ভোট শতকরা ৪৮.৭৭ শতাংশ। 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কোনো প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি।’ 

এম এ মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশাল এ বিজয়ের মাধ্যমে আবারও হাওর অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমাকে সুযোগ করে দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত