Ajker Patrika

আবারও বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
আবারও বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু

করোনার কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তের দুটি শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়। 

তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন সিদ্ধান্তক্রমে আবারও চুনাপাথর আমদানি শুরু হয়েছে। 

বাগলী আমদানিকারক সমিতির সভাপতি ডা. মনির হোসেন বলেন, আমদানি না থাকায় সীমান্ত এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন। নতুন করে চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে। 

বড়ছড়া কাস্টমস অফিস থেকে জানা যায়, প্রথম দিনে বড়ছড়া শুল্কস্টেশন থেকে ২২টি ট্রাক দিয়ে ২৫২ মেট্রিক টন এবং বাগলী দিয়ে ১১টি ট্রাক দিয়ে ১৩২ মেট্রিক টন চুনাপাথর বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এখানকার ব্যবসায়ীরা চুনাপাথরগুলো গ্রহণ করে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি জটিল ও বাংলাদেশে লকডাউনের কারণে গত ১ মে থেকে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েন এখানকার কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীসহ একাজের সঙ্গে জড়িত শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত