গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের তিস্তার ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর বাতিগুলো প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এতে সেতুতে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর আলোকসজ্জার জন্য বাতির ব্যবস্থা থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে। যার ফলে প্রতিনিয়ত সেতুর ওপরে ছোট-বড় যানবাহনগুলো দুর্ঘটনায় পড়ছে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজনসহ দর্শনার্থীরা। সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন সেতুর ওপর বখাটেদের ছিনতাই, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজের কথাও জানান তাঁরা।
তরিকুজ্জামান তমজিত নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সেতুর ওপরে বাতিগুলো প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে, বাতিগুলো দেখভালের জন্য কোনো সরকারি লোকজন আসে না। সন্ধ্যা হলে সেতুর ওপর কুচকুচে অন্ধকার হয়, যার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।’
সেতু এলাকার আসিফ নামে একজন ফাস্টফুড দোকানি বলছেন, ‘দুই দিন আগে একটি মালবাহী ট্রলির চাকা পাংচার হয়ে সেতুর ওপরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালকদের সেতুর ওপরে প্রায় দুর্ঘটনা ঘটে। সেতুর ওপরে বাতিগুলো সচল থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।’
রংপুর শহর থেকে ঘুরতে আসা আশরাফুল ও তাহমিমা দম্পতি জানালেন, ‘সেতু এলাকাটির নিরিবিলি মনোরম পরিবেশ থাকায় আমরা প্রায় ছুটির দিনগুলোতে সন্ধ্যায় এখানে ঘুরতে আসি। আমরা প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে সেতুর বাতিগুলো জ্বালানো বন্ধ দেখি। তাই সেতুর ওপরে না থেকে পাশের দোকানে বসি।’
হামিদুর নামে আরেক ব্যক্তি বলেন, ‘সেতুর বাতিগুলো বন্ধ থাকায় সেতুর ওপর কিছু ছেলে-মেয়ে সেখানে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। সেতুর ওপর দিয়ে চলাচলে আমাদের চোখে পড়লে খারাপ লাগে। আবার এলাকার বাইরে থেকে কিছু বখাটে ছেলে সেতুর ওপরে এসে অসামাজিক কার্যকলাপ করে। এতে আমাদের এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। প্রশাসনের কাছে অনুরোধ জানাই সেতুর ওপরে বাতিগুলো যেন ঠিক করে দেয় এবং সেতুর ওপরে প্রশাসনিক টহল জোরদার করে!’
হামিদুরের সঙ্গে থাকা আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি লোকজনকে যদি সেতুতে টাকা তোলার দায়িত্ব দেওয়া হতো তাহলে সব বাতি ঠিকঠাক জ্বলত! এখানে যে টাকা নাই, এ জন্য সরকারি লোকজনের খোঁজখবরও নাই।’
এ বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আলহাদি বলেন, ‘সেতুর ওপরে বাতিগুলো বন্ধ থাকায় এখানে প্রায় সন্ধ্যার পর মোবাইল ফোন ছিনতাইসহ বহিরাগত বখাটে ছেলেরা সেতুর ওপরে এসে মাদক সেবন করে। দ্রুত সেতুর বাতিগুলো মেরামত করা না হলে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেতুর বাতিগুলো মেরামত করে এবং সেতুর এলাকায় পুলিশি টহল জোরদার করে। তা না হলে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সেখানকার দায়িত্বে থাকা বিট অফিসারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হবে।’
সেতুর বিষয়ে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘সেতুর বাতিগুলো চালু করার বিষয় আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি। হয়তো কয়েক দিন সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব তারাবাতিগুলো ভালো করে দেওয়ার ব্যবস্থা করবে।’
সেতুর বাতি বন্ধের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মজিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। কয়েক দিনের মধ্যে মেরামতের ব্যবস্থা করা হবে।’
রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের তিস্তার ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর বাতিগুলো প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এতে সেতুতে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর আলোকসজ্জার জন্য বাতির ব্যবস্থা থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে। যার ফলে প্রতিনিয়ত সেতুর ওপরে ছোট-বড় যানবাহনগুলো দুর্ঘটনায় পড়ছে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজনসহ দর্শনার্থীরা। সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন সেতুর ওপর বখাটেদের ছিনতাই, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজের কথাও জানান তাঁরা।
তরিকুজ্জামান তমজিত নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সেতুর ওপরে বাতিগুলো প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে, বাতিগুলো দেখভালের জন্য কোনো সরকারি লোকজন আসে না। সন্ধ্যা হলে সেতুর ওপর কুচকুচে অন্ধকার হয়, যার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।’
সেতু এলাকার আসিফ নামে একজন ফাস্টফুড দোকানি বলছেন, ‘দুই দিন আগে একটি মালবাহী ট্রলির চাকা পাংচার হয়ে সেতুর ওপরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালকদের সেতুর ওপরে প্রায় দুর্ঘটনা ঘটে। সেতুর ওপরে বাতিগুলো সচল থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।’
রংপুর শহর থেকে ঘুরতে আসা আশরাফুল ও তাহমিমা দম্পতি জানালেন, ‘সেতু এলাকাটির নিরিবিলি মনোরম পরিবেশ থাকায় আমরা প্রায় ছুটির দিনগুলোতে সন্ধ্যায় এখানে ঘুরতে আসি। আমরা প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে সেতুর বাতিগুলো জ্বালানো বন্ধ দেখি। তাই সেতুর ওপরে না থেকে পাশের দোকানে বসি।’
হামিদুর নামে আরেক ব্যক্তি বলেন, ‘সেতুর বাতিগুলো বন্ধ থাকায় সেতুর ওপর কিছু ছেলে-মেয়ে সেখানে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। সেতুর ওপর দিয়ে চলাচলে আমাদের চোখে পড়লে খারাপ লাগে। আবার এলাকার বাইরে থেকে কিছু বখাটে ছেলে সেতুর ওপরে এসে অসামাজিক কার্যকলাপ করে। এতে আমাদের এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। প্রশাসনের কাছে অনুরোধ জানাই সেতুর ওপরে বাতিগুলো যেন ঠিক করে দেয় এবং সেতুর ওপরে প্রশাসনিক টহল জোরদার করে!’
হামিদুরের সঙ্গে থাকা আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি লোকজনকে যদি সেতুতে টাকা তোলার দায়িত্ব দেওয়া হতো তাহলে সব বাতি ঠিকঠাক জ্বলত! এখানে যে টাকা নাই, এ জন্য সরকারি লোকজনের খোঁজখবরও নাই।’
এ বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আলহাদি বলেন, ‘সেতুর ওপরে বাতিগুলো বন্ধ থাকায় এখানে প্রায় সন্ধ্যার পর মোবাইল ফোন ছিনতাইসহ বহিরাগত বখাটে ছেলেরা সেতুর ওপরে এসে মাদক সেবন করে। দ্রুত সেতুর বাতিগুলো মেরামত করা না হলে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেতুর বাতিগুলো মেরামত করে এবং সেতুর এলাকায় পুলিশি টহল জোরদার করে। তা না হলে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সেখানকার দায়িত্বে থাকা বিট অফিসারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হবে।’
সেতুর বিষয়ে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘সেতুর বাতিগুলো চালু করার বিষয় আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি। হয়তো কয়েক দিন সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব তারাবাতিগুলো ভালো করে দেওয়ার ব্যবস্থা করবে।’
সেতুর বাতি বন্ধের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মজিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। কয়েক দিনের মধ্যে মেরামতের ব্যবস্থা করা হবে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে