Ajker Patrika

বিরামপুরে টাস্কফোর্সের অভিযানে মদ তৈরির ট্যাবলেট উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
উদ্ধার হওয়া মদ তৈরির ট্যাবলেট। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া মদ তৈরির ট্যাবলেট। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসীপাড়া এলাকায় টাস্কফোর্স ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

এর আগে বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার মো. মুর্তজা শাহীনসহ বিজিবির একটি টহলদল ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে আদিবাসীপাড়া এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮২ হাজার ২০০ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা মালামাল ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত