Ajker Patrika

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মারধর, অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯: ৪৩
ঘুষের টাকা ফেরত চাওয়ায় মারধর, অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে 

ঘুষের টাকা ফেরত চাওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাবিনা ইয়াছমিনের বিরুদ্ধে অফিস সহায়ক (পিয়ন) হাসান শাহরিয়ার সুমনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেন উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের পিয়ন হাসান শাহরিয়ার সুমন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।

অভিযোগে বলা হয়, সাবিনার শর্ত মেনে নামজারি করে দেওয়ার জন্য ৫ মার্চ ৪ জনের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে সার্ভেয়ারকে দেন সুমন। টাকা নেওয়ার পর সুমনকে ঘোরাতে থাকেন সাবিনা। বিষয়টি নিয়ে সুমন কার্যালয়ের অন্যদের সঙ্গে আলোচনা করলে সার্ভেয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। সুমন ঘুষের টাকা ফেরতের জন্য গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে গেলে সার্ভেয়ার সাবিনা ও তাঁর স্বামী তাঁকে মারধর করেন। 

এর আগে সার্ভেয়ার সাবিনার ঘুষ আদায় নিয়ে ২৫ জানুয়ারি আজকের পত্রিকায় ‘ঘুষ ছাড়া ফাইলে হাত দেন না সার্ভেয়ার-নাজির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

সুমন বলেন, ‘সার্ভেয়ার জমির নামজারি অনুমোদন করিয়ে দেওয়ার নামে আগে সরাসরি ঘুষ নিতেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তিনি আর ভুক্তভোগীদের কাছ থেকে ঘুষ নেন না, কাজও করেন না। এখন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের লোকজনসহ দালালদের মাধ্যমে ঘুষ নেন। কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও ১২ হাজার টাকা নেন কিন্তু কাজ করে দিতে পারেননি। টাকা ফেরত চাওয়ায় তিনি তাঁর স্বামীকে নিয়ে আমাকে মারধর করেন।’ 

তবে সার্ভেয়ার সাবিনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাঁকে মারধর করিনি। বরং তিনি আগের দিন আমাকে মারধরের জন্য লাঠি নিয়ে হন্য হয়ে খুঁজছিলেন। আমি তাঁর ভয়ে অফিসের দরজা বন্ধ করেছিলাম। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘সার্ভেয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

সার্ভেয়ার ও নাজিরের বিরুদ্ধে আগেও ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শেষ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত