Ajker Patrika

গঙ্গাচড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৭: ৩১
গঙ্গাচড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নাশকতার মামলায় আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকাররম হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁর নিজ বাড়ি আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পদে রয়েছেন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ঢাকার একটি নাশকতার মামলায় আজ তাঁকে দুপুর দুইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত