Ajker Patrika

রাজাকার পুনর্বাসনকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন: মনোরঞ্জন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
রাজাকার পুনর্বাসনকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন: মনোরঞ্জন

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে অবস্থানকারীরা এখনো স্বাধীনতার বিরুদ্ধে তৎপর। যারা বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজাকার পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলেছিলেন তাঁরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।’ 

মনোরঞ্জন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে। যা খুব শিগগিরই বাস্তবায়ন করবেন শেখ হাসিনা।’ 

আজ সোমবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শিক্ষা বৃত্তি, কম্বলসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই পশ্চাৎপদ নৃ-গোষ্ঠীকে মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে না।’ 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত