পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে চা-বোর্ডের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি চা কারখানা ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ও গত রোববার ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।
চা-বোর্ড সূত্রে জানা গেছে, চা ব্যবসায় বাংলাদেশ চা-বোর্ড ও বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা, অননুমোদিত ট্রেড মার্ক ও মূল্য সংযোজন কর (মূসক) চালান ব্যবহার না করা, চায়ের মোড়ক নকল, রাজস্ব ফাঁকি এবং কালোবাজার থেকে চা কেনার অভিযোগে গত সোমবার পঞ্চগড় সদর উপজেলায় দুটি চা প্যাকেটজাত প্রতিষ্ঠান ‘মিরপুরী চা’ ও ‘আল আমিন টি’কে যথাক্রমে ৫০ হাজার ও ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমীন।
এ ছাড়া এর আগের দিন রোববার চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্য যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে তিনটি বটলিফ কারখানা ‘মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ’, ‘উত্তরা গ্রিন টি লিমিটেড’ ও ‘নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫০ হাজার করে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বেশ কিছু চা কারখানায় যান চা-বোর্ডের কর্মকর্তারা। পরে সদর উপজেলার মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ, উত্তরা চা কারখানা লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চা-বোর্ডের আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্যে যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসব অভিযানে পঞ্চগড় আঞ্চলিক চা-বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হকসহ সদর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে পঞ্চগড়ে বেশ কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার যথাযথ মূল্য পরিশোধ না করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নানা অভিযোগের প্রমাণ মেলায় আর্থিক জরিমানা করা হয়। চা-বোর্ড এ ধরনের কোনো অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
পঞ্চগড়ে চা-বোর্ডের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি চা কারখানা ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ও গত রোববার ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।
চা-বোর্ড সূত্রে জানা গেছে, চা ব্যবসায় বাংলাদেশ চা-বোর্ড ও বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা, অননুমোদিত ট্রেড মার্ক ও মূল্য সংযোজন কর (মূসক) চালান ব্যবহার না করা, চায়ের মোড়ক নকল, রাজস্ব ফাঁকি এবং কালোবাজার থেকে চা কেনার অভিযোগে গত সোমবার পঞ্চগড় সদর উপজেলায় দুটি চা প্যাকেটজাত প্রতিষ্ঠান ‘মিরপুরী চা’ ও ‘আল আমিন টি’কে যথাক্রমে ৫০ হাজার ও ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমীন।
এ ছাড়া এর আগের দিন রোববার চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্য যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে তিনটি বটলিফ কারখানা ‘মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ’, ‘উত্তরা গ্রিন টি লিমিটেড’ ও ‘নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫০ হাজার করে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বেশ কিছু চা কারখানায় যান চা-বোর্ডের কর্মকর্তারা। পরে সদর উপজেলার মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ, উত্তরা চা কারখানা লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চা-বোর্ডের আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্যে যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসব অভিযানে পঞ্চগড় আঞ্চলিক চা-বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হকসহ সদর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে পঞ্চগড়ে বেশ কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার যথাযথ মূল্য পরিশোধ না করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নানা অভিযোগের প্রমাণ মেলায় আর্থিক জরিমানা করা হয়। চা-বোর্ড এ ধরনের কোনো অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর চট্ট মেট্রো জ ১১-১১০৯।
১৯ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
২৯ মিনিট আগেরাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
৪০ মিনিট আগে