Ajker Patrika

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫: ৪৩
খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে নৌকা তৈরি করে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের এক নেতা। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা সাড়া ফেলেছে দলীয় নেতা-কর্মী, ভোটার ও পথচারীদের মধ্যে।

মোটরসাইকেলে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করা আক্তার আলী খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কুমড়িয়া মন্ডল বাজারের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার টংগুয়া বাজারে গিয়ে দেখা যায়, ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বইঠা লাগানো ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তিনি। দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পোস্টারও শোভা পাচ্ছে এই নৌকার চেহারা দেওয়া মোটরসাইকেলে।

মো. আক্তার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করে এবং দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরি করে প্রচারণায় নেমেছি। ইনশা আল্লাহ নৌকার বিজয় হবেই।’

আওয়ামী লীগ ও নৌকার প্রতি এমন ভালোবাসার প্রশংসা করে খানসামা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করা এমন কর্মীদের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ আজ শক্তিশালী দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত