গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’
সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’
তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’
সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’
তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
২৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
৩৪ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগে