ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করেই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা। গতকাল রোববার অনলাইনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তাঁর স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অপরদিকে তাঁর মা সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রিয়া আগরওয়ালা স্বামী রাজীব পোদ্দার বলেন, ‘স্ত্রীকে নিয়ে ২০২০ সালে বাড়ি থেকে বের হয়েছি। এখন আর বাড়িতে থাকি না। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে এর মধ্যে পরিস্থিতি দেখে বিবেচনা করব। তবে সংসদ সদস্য মা আমাদের নির্বাচনের কোনো ধরনের সহযোগিতা করিনি।’
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন, আমার পরিবারে ছেলেও তার স্ত্রী থাকে না। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন লোক দিয়ে ছেলেও তার স্ত্রীকে বলেছি। কিন্তু তারা আমার কথা শুনে না।
এদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা না মানায় দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে।
জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশহুরা বেগম হুরা বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে দলের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ে।’
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।
প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করেই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা। গতকাল রোববার অনলাইনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তাঁর স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অপরদিকে তাঁর মা সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রিয়া আগরওয়ালা স্বামী রাজীব পোদ্দার বলেন, ‘স্ত্রীকে নিয়ে ২০২০ সালে বাড়ি থেকে বের হয়েছি। এখন আর বাড়িতে থাকি না। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে এর মধ্যে পরিস্থিতি দেখে বিবেচনা করব। তবে সংসদ সদস্য মা আমাদের নির্বাচনের কোনো ধরনের সহযোগিতা করিনি।’
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন, আমার পরিবারে ছেলেও তার স্ত্রী থাকে না। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন লোক দিয়ে ছেলেও তার স্ত্রীকে বলেছি। কিন্তু তারা আমার কথা শুনে না।
এদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা না মানায় দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে।
জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশহুরা বেগম হুরা বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে দলের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ে।’
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে