Ajker Patrika

সাড়ে ১১ মাস পর আংশিক কমিটি পেল যুবলীগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
সাড়ে ১১ মাস পর আংশিক কমিটি পেল যুবলীগ

সম্মেলনের সাড়ে ১১ মাস পর রংপুর জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে লক্ষ্মীন চন্দ্র দাসকে সভাপতি ও মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটির ১৯ জনের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২৬ বছর পর গত বছরের ৫ নভেম্বর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. ফজলে রাব্বি সুইট, মামুনুর রসীদ মামুন, মীর সরিফুজ্জামান শিপন, নওসাদ আলম রাজু, কামরুজ্জামান শাহিন, মাসুদ রানা বিপ্লব, ফারুক হোসেন বাবু, প্রভাষক আনোয়ারুল ইসলাম (আনোয়ার জান্নাত), রাশেদুল ইসলাম ময়না। যুগ্ম সম্পাদক ফকরুল হাসান লিউ, শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মো. মাহবুব নাছির টুটুল। সাংগঠনিক সম্পাদক দুইজন নাহিদ হোসেন লিটন ও শামীম সর্দার। প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম গাজী এবং সদস্য একেএম শাফিনুর মমতাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত