Ajker Patrika

মায়ের ‘মৃত্যুর রহস্য’ উদ্‌ঘাটনের দাবিতে ৪ ছেলের সংবাদ সম্মেলন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৬: ২১
মায়ের ‘মৃত্যুর রহস্য’ উদ্‌ঘাটনের দাবিতে ৪ ছেলের সংবাদ সম্মেলন

রংপুরের মিঠাপুকুরে বেগম সামছুন্নাহার নামে এক বৃদ্ধার ‘রহস্যজনক’ মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর চার ছেলে। আজ বৃহস্পতিবার মিঠাপুকুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সামছুন্নাহারের দ্বিতীয় ছেলে শফিউল ইসলাম শাহীন লিখিত অভিযোগ পাঠ করেন। এ সময় তার আরও তিন ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

শফিউল ইসলাম জানান, তাঁর মা বেগম সামছুন্নাহারের স্বাভাবিক মৃত্যু হয়নি। জমি, নগদ টাকা ও সোনার গয়না আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর মৃত বড় ভাই শহিদুল ইসলাম বিজুর স্ত্রী নাজমিন আরা বেগম সুপরিকল্পিতভাবে তাঁর মাকে হত্যা করেছেন। এ ঘটনায় তাঁরা আদালতে একটি মামলা করেছেন। কিন্তু এখনো মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়নি। 

মৃত সামছুন্নাহারের ছোট ছেলে আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি ঢাকায় থাকি।  মা আমাকে ফোনে জানায় জমি টাকা-পয়সা সবাইকে ভাগ বাঁটোয়ারা করে দিতে চাই। এ জন্য আলোচনা করা দরকার। মা আমাকে ঢাকা থেকে আসতে বলেন। আমি ট্রেন যোগে রওনা দেই। গত ৩ ফেব্রুয়ারি দিনাজপুরের ফুলবাড়ি স্টেশনে নেমে খবর পাই আমার মা মারা গেছেন।’ 

আসাদুজ্জামান আরও বলেন, ‘তখন বুঝতে পারিনি জমি, টাকা ও সোনার গয়না আত্মসাৎ করার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমার মাকে খুন করা হবে।’ 

এ ঘটনার জন্য তিনি তাঁর ভাবি এবং ভাবির দুই জামাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করলেই মায়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করা সহজ হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত