Ajker Patrika

দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের হাত ধরেই এ দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। এখন আমরা হাঁটছি মধ্যম আয়ের দেশের লক্ষ্যে। বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের হাত ধরে ইতিহাস সৃষ্টি করেছে।’

শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য ও দ্বিতীয়বারের মতো নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এ সংবর্ধনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে ইশতেহারের জন্য আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে জনগণ আবারও জয়ী করেছেন, বর্তমান সরকার সেই ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শপথ নিয়েছি নিজেকে দেশের উন্নয়নে কাজ করার। আমি যাতে সেই শপথ অক্ষুণ্ন রেখে কাজ করে যেতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র মো. আসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত