Ajker Patrika

২ স্কুলছাত্রী অপহরণ, নারীর ১৪ বছরের দণ্ড

রংপুর প্রতিনিধি
২ স্কুলছাত্রী অপহরণ, নারীর ১৪ বছরের দণ্ড

রংপুরের কাউনিয়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও ১ মাসের দণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম স্বপ্না রানী ওরফে লাইজু বেগম। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশি পাড়ার শওকত আলীর মেয়ে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিমুর রহমান লাইজু গণমাধ্যমকে জানান, ২০১০ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিমা আক্তার (৭) ও জিনাত জাহানকে (৭) স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন স্বপ্না। একই দিনে অপহরণ হওয়া দুই শিশুসহ স্বপ্না রানীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়। শিশু শাহিমা ও জিনাত জাহান সম্পর্কে চাচাতো বোন। 

এই ঘটনায় শাহিমার বাবা ও জিনাত জাহানের চাচা মো. ফেরদৌস আলী বাদী হয়ে স্বপ্না রাণীকে একমাত্র আসামি করে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পরে আসামি জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ ঘটনায় কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১০ সালের ৮ ডিসেম্বর ১৫ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামি স্বপ্না রানী পলাতক থাকায় তাঁর অনুপস্থিতেই মামলার রায় ঘোষণা করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত