Ajker Patrika

লাশঘর ছাড়াই চলছে রংপুরের ৮ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১৫
লাশঘর ছাড়াই চলছে রংপুরের ৮ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা 

রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।

একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।

শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত