মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।
একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।
শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।
রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।
একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।
শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৪১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
১ ঘণ্টা আগে