গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
২ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
১৯ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৫ মিনিট আগে