Ajker Patrika

গাইবান্ধায় বিএনপি অফিসে ভাঙচুর-আগুন: সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।

সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত