শিপুল ইসলাম, রংপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে বাদ জুম্মা নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার মানুষকে ৪টি খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়।
এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় তাঁকে ওই শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, শুক্রবারের পথসভার জন্য দুই তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়। অন্তত ২০ জন ব্যক্তি স্থানীয় ভোটারদের দাওয়াত ও খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পথসভায় আসা কোলকোন্দ হিন্দুপাড়া এলাকার আলো রাণী আজকের পত্রিকাকে বলেন, ‘কাইলক্যা রাঙ্গার লোক হামার উত্তি বাড়ি বাড়ি ঢুকি দাওয়াত দিয়া গেইছে। আর কয়া গেইছে যে টাকা দিবে আর পোলাও ভাত খাওয়াইবে। কিন্তু মিটিং শ্যাষত পোলাও ভাত দিল, কিন্তু টাকা তো দিল না। ভোট যাক দেই, দেই, রাঙ্গার মিটিংগোত আসি তো পোলাও খাওয়া হইল।’
পথসভায় আসা কোলকোন্দ মাটিয়ালপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, ‘রাঙ্গা সাহেব খুব ভালো মানুষ। হামাকগুলাক কালকে (বৃহস্পতিবার) রাঙ্গা স্যারের লোকজন বাড়িত যায়া খাবার দাওয়াত দিয়া আসছে। যায় আসছে তাঁকে খাবার দেয় ছোল।’
কথা হয় পিরের হাট এলাকার বক্কত উল্লার নামে এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, ‘সেই ৩ দিন থাকি বাড়ি বাড়ি যায়া দাওয়াত দিয়া আসছে বাহে, সবাকে নাকি বসে খাওয়াইবে, তা এটে আসি খাবার নিয়া যে ঠ্যালাঠেলি।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে বাদ জুম্মা নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার মানুষকে ৪টি খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়।
এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় তাঁকে ওই শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, শুক্রবারের পথসভার জন্য দুই তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়। অন্তত ২০ জন ব্যক্তি স্থানীয় ভোটারদের দাওয়াত ও খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পথসভায় আসা কোলকোন্দ হিন্দুপাড়া এলাকার আলো রাণী আজকের পত্রিকাকে বলেন, ‘কাইলক্যা রাঙ্গার লোক হামার উত্তি বাড়ি বাড়ি ঢুকি দাওয়াত দিয়া গেইছে। আর কয়া গেইছে যে টাকা দিবে আর পোলাও ভাত খাওয়াইবে। কিন্তু মিটিং শ্যাষত পোলাও ভাত দিল, কিন্তু টাকা তো দিল না। ভোট যাক দেই, দেই, রাঙ্গার মিটিংগোত আসি তো পোলাও খাওয়া হইল।’
পথসভায় আসা কোলকোন্দ মাটিয়ালপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, ‘রাঙ্গা সাহেব খুব ভালো মানুষ। হামাকগুলাক কালকে (বৃহস্পতিবার) রাঙ্গা স্যারের লোকজন বাড়িত যায়া খাবার দাওয়াত দিয়া আসছে। যায় আসছে তাঁকে খাবার দেয় ছোল।’
কথা হয় পিরের হাট এলাকার বক্কত উল্লার নামে এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, ‘সেই ৩ দিন থাকি বাড়ি বাড়ি যায়া দাওয়াত দিয়া আসছে বাহে, সবাকে নাকি বসে খাওয়াইবে, তা এটে আসি খাবার নিয়া যে ঠ্যালাঠেলি।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে।’
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
২৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
৩৪ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগে