বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে সাড়ে তিন বছর বয়সী শিশু ছামিউল হত্যার ১০ মাস পর মামলার প্রধান আসামি সাফিকুল ইসলাম ওরফে ভুচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৭ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘শিশু ছামিউল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি’ এবং ২২ অক্টোবর ‘শিশু ছামিউল হত্যার তিন মাসেও গ্রেপ্তার নেই’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।
মামলা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশু ছামিউল গত বছরের ১১ জুলাই দুপুরে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়। দুই দিন পর ১৩ জুলাই সকালে বাড়ির পাশে করতোয়া ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানা-পুলিশ। ওই দিনই শিশুটির বাবা নুরুজামান বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করেন। ওই বছরের ১০ সেপ্টেম্বর শিশুটির বাবা প্রতিবেশী সাফিকুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নামে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা আমলে নেয়নি।
পরে শিশুটির বাবা ২০ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত বছরের ২ অক্টোবর মামলাটি বদরগঞ্জ থানায় নথিভুক্ত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। কিন্তু মামলা হওয়ার পরও পুলিশ আসামি ধরতে গড়িমসি করায় শিশুর বাবা মামলাটি তদন্তের জন্য রংপুর সিআইডির কাছে হস্তান্তর করতে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে গত বছরের নভেম্বর সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন।
ছামিউলের বাবা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘সন্তানের লাশ উদ্ধারের পর পুলিশ অপমৃত্যু মামলায় আমার স্বাক্ষর নিয়েছিল। কিন্তু আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার দুই মাস পর বদরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে গেলে ওসি তা আমলে নেননি। পরে আদালতের নির্দেশে ওসি মামলা নিলেও আসামি ধরতে গড়িমসি করেন।’
ছামিউল হত্যা মামলার প্রধান আসামি সাফিকুল ইসলাম ওরফে ভুচ্চুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রংপুর সিআইডির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, সাফিকুলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের বদরগঞ্জে সাড়ে তিন বছর বয়সী শিশু ছামিউল হত্যার ১০ মাস পর মামলার প্রধান আসামি সাফিকুল ইসলাম ওরফে ভুচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৭ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘শিশু ছামিউল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি’ এবং ২২ অক্টোবর ‘শিশু ছামিউল হত্যার তিন মাসেও গ্রেপ্তার নেই’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।
মামলা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশু ছামিউল গত বছরের ১১ জুলাই দুপুরে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়। দুই দিন পর ১৩ জুলাই সকালে বাড়ির পাশে করতোয়া ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানা-পুলিশ। ওই দিনই শিশুটির বাবা নুরুজামান বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করেন। ওই বছরের ১০ সেপ্টেম্বর শিশুটির বাবা প্রতিবেশী সাফিকুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নামে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা আমলে নেয়নি।
পরে শিশুটির বাবা ২০ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত বছরের ২ অক্টোবর মামলাটি বদরগঞ্জ থানায় নথিভুক্ত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। কিন্তু মামলা হওয়ার পরও পুলিশ আসামি ধরতে গড়িমসি করায় শিশুর বাবা মামলাটি তদন্তের জন্য রংপুর সিআইডির কাছে হস্তান্তর করতে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে গত বছরের নভেম্বর সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন।
ছামিউলের বাবা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘সন্তানের লাশ উদ্ধারের পর পুলিশ অপমৃত্যু মামলায় আমার স্বাক্ষর নিয়েছিল। কিন্তু আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার দুই মাস পর বদরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে গেলে ওসি তা আমলে নেননি। পরে আদালতের নির্দেশে ওসি মামলা নিলেও আসামি ধরতে গড়িমসি করেন।’
ছামিউল হত্যা মামলার প্রধান আসামি সাফিকুল ইসলাম ওরফে ভুচ্চুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রংপুর সিআইডির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, সাফিকুলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।’
৩ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে ফসলি জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে আবু তালেব (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেশনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১০ মিনিট আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
১৪ মিনিট আগে