নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কথা-কাটাকাটির জেরে রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক এক প্রবাসীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ফুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মালোয়েশিয়াপ্রবাসী। তাঁর পরিবার আওয়ামী লীগের সমর্থক।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই জুয়েল জানান, স্থানীয় বিএনপির নেতা সাগর হোসেনের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা বাড়ি ভেঙে সব আসবাবপত্র লুট করেছে। তারা বাড়ি থেকে তিন ভরি স্বর্ণের গয়না, তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ছাড়া তারা জাহাঙ্গীর আলমের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা মেরামত করার জন্য জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যান জুয়েল। এ সময় স্থানীয় বিএনপির কর্মী সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বেধে যায়।
এ সময় জুয়েল লোহার শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ চলে গেলে বিএনপির কর্মী সাগরের নেতৃত্বে লোকজন গিয়ে আবার বাড়িতে হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, রাস্তার জায়গা না রেখে তাঁরা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ বাধা দেন। রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারও কথা শোনেননি।
সাগর হোসেন বলেন, ওই রাস্তার সংস্কারকাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জুয়েল গিয়ে সেই মাটি ফেলে দিতে থাকেন। এ সময় সাইফুল ইসলাম নামের একজন বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা করেন।
জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কথা-কাটাকাটির জেরে রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক এক প্রবাসীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ফুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মালোয়েশিয়াপ্রবাসী। তাঁর পরিবার আওয়ামী লীগের সমর্থক।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই জুয়েল জানান, স্থানীয় বিএনপির নেতা সাগর হোসেনের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা বাড়ি ভেঙে সব আসবাবপত্র লুট করেছে। তারা বাড়ি থেকে তিন ভরি স্বর্ণের গয়না, তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ছাড়া তারা জাহাঙ্গীর আলমের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা মেরামত করার জন্য জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যান জুয়েল। এ সময় স্থানীয় বিএনপির কর্মী সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বেধে যায়।
এ সময় জুয়েল লোহার শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ চলে গেলে বিএনপির কর্মী সাগরের নেতৃত্বে লোকজন গিয়ে আবার বাড়িতে হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, রাস্তার জায়গা না রেখে তাঁরা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ বাধা দেন। রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারও কথা শোনেননি।
সাগর হোসেন বলেন, ওই রাস্তার সংস্কারকাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জুয়েল গিয়ে সেই মাটি ফেলে দিতে থাকেন। এ সময় সাইফুল ইসলাম নামের একজন বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা করেন।
জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে