Ajker Patrika

সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা: আসামিদের গ্রেপ্তার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৪: ৫২
Thumbnail image

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিরাজগঞ্জ সদরের ফুলকোচায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের একটি ভবনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল বান্না বলেন, ‘আমার বড় ভাই ফিরোজ সরকার, ভাতিজা সিয়াম সরকারসহ আরও তিনজন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়। তারা সিরাজগঞ্জ সদর উপজেলা সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের বেজগাতী মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ফুলকোচা স্কুলের দিকে যাওয়ার সময় ২ নম্বর বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী বাড়ির সামনে পৌঁছালে হামলা চালানো হয়।’

হাসান আল বান্না আরও বলেন, আওয়ামী লীগ নেতা শাহ আলীর নেতৃত্বে হামলাকারীরা ধারালো ছুরি, চাকু, হকিস্টিক, লোহার পাইপ, কাঠের লাঠি নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলায় সিয়াম, ফিরোজ, আতিকুল, আব্দুল্লাহ, ইব্রাহীম, গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওই হামলার ঘটনায় হাসান আল বান্না, এন্তাজ আলী ও নুর নবী বাদী হয়ে গত ২১ আগস্ট সিরাজগঞ্জ সদর আমলি আদালতে পৃথক তিনটি মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪৫ জনকে আসামি করা হয়। সংবাদ সম্মেলনে মামলার বাদীরা উপস্থিত ছিলেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলী, বাগবাটী ইউনিয়নের ফুলকোচা গ্রামের সাহেব আলী, ওহাব মণ্ডল, মোরশেদ মণ্ডল, আব্দুল কাদের, ইয়াসিন, হায়দার আলী, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, মাসুম, মাসুদ, সেলিম, আব্দুল মান্নান, ইসমাইল হোসেন, নাঈম, সাদেক আলী, শাকিল ও সেলিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত