শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত না থাকলেও প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পৌর শহরের বারদুয়ারী হাটখোলায় অগ্নিকাণ্ডটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, ‘দোকানে পলিথিন, রেক্সিন ও প্লাস্টিকের আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল ছিল। এ ছাড়া বাড়ির ভেতরে আরও কয়েক লাখ টাকার আসবাবপত্র ও মালামালের ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুরো নিঃস্ব হয়ে গেলাম।’
ক্ষতিগ্রস্ত অপর এক দোকানের মালিক প্রবীর সরকার বলেন, ‘পাশের দোকানে লাগা আগুন দোকানে ছড়িয়ে পড়লে কিছু মালামাল পুড়ে যায়। পরে অনেক মালামাল বাইরে রাখা হলে সেখান থেকে কয়েক লাখ টাকার মাল চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পলিথিন ও প্লাস্টিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত না থাকলেও প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পৌর শহরের বারদুয়ারী হাটখোলায় অগ্নিকাণ্ডটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, ‘দোকানে পলিথিন, রেক্সিন ও প্লাস্টিকের আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল ছিল। এ ছাড়া বাড়ির ভেতরে আরও কয়েক লাখ টাকার আসবাবপত্র ও মালামালের ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুরো নিঃস্ব হয়ে গেলাম।’
ক্ষতিগ্রস্ত অপর এক দোকানের মালিক প্রবীর সরকার বলেন, ‘পাশের দোকানে লাগা আগুন দোকানে ছড়িয়ে পড়লে কিছু মালামাল পুড়ে যায়। পরে অনেক মালামাল বাইরে রাখা হলে সেখান থেকে কয়েক লাখ টাকার মাল চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পলিথিন ও প্লাস্টিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
৬ মিনিট আগেখাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) দুটি মিছিলের মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
১০ মিনিট আগেকক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেল সি পার্লের সামনে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ করেন।
১৬ মিনিট আগেক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্র-জনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা এ অনুষ্ঠান পালন করে।
২০ মিনিট আগে