নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অন্ধকার বাংলাদেশকে আলোর বাংলাদেশে পরিণত করেছেন। তাই আগামীতে যে নির্বাচন হবে, সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা।’
আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবদুর রহমান আরও বলেন, ‘এই দেশে কোনো অপরাজনৈতিক দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। আগামীতে যে নির্বাচন হবে সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা, এর কোনো বিকল্প নেই।’
আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে এখনই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। নইলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অন্ধকার বাংলাদেশকে আলোর বাংলাদেশে পরিণত করেছেন। তাই আগামীতে যে নির্বাচন হবে, সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা।’
আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবদুর রহমান আরও বলেন, ‘এই দেশে কোনো অপরাজনৈতিক দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। আগামীতে যে নির্বাচন হবে সেখানেও সরকার গঠন করবেন শেখ হাসিনা, এর কোনো বিকল্প নেই।’
আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে এখনই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। নইলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট বন্ধ রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী যাত্রী ও তাঁদের স্বজনরা।
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে জয়ীদের ‘জবাবদিহি নিশ্চিত ও সহযোগিতা’ করতে সন্ধ্যা আড্ডার আয়োজন করেছেন বিজিতেরা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় থেকে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলা মাঠে এই কর্মসূচির আয়োজন করেন তাঁরা। আয়োজনে ছাত্রদল, বাম,
১৪ মিনিট আগেগাছায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত কিশোর মারা গেছে। এ ঘটনায় আজ শনিবার স্থানীয়রা লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগে সকালে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের এক দিন পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।
১৯ মিনিট আগে