নেত্রকোনা প্রতিনিধি
চোরের প্রতি অনুরোধ জানিয়ে টানানো ব্যানার পুলিশের আশ্বাসে নামালেন নেত্রকোনার মোহনগঞ্জের সাবেক পৌরমেয়র মো. মাহবুবুন নবী শেখ। আজ মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানা-পুলিশের আশ্বাসে তিনি চোরের প্রতি অনুরোধের ব্যানারটি নামিয়ে ফেলেন।
মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার বাসিন্দা সাবেক মেয়র মাহবুবুন নবী শেখ আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কয়েক দিন আগে নিজের বাড়ির সামনে চোরের প্রতি অনুরোধ জানিয়ে দুটি ব্যানার টানান তিনি। এ নিয়ে গতকাল সোমবার দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শুরু হয় আলোচনা-সমালোচনা।
সাবেক মেয়র মাহবুবুন নবী শেখ বলেন, ‘বিষয়টি গণমাধ্যমে আসায় চারিদিক থেকে অনেক ফোন পাচ্ছিলাম। আজ বিকেলে থানার ওসি এসে ব্যানারটি নামানোর জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি পুলিশ প্রহরা বাড়ানোসহ নিরাপত্তার আশ্বাস দেন। পরে তাঁর অনুরোধ ও আশ্বাসে ব্যানারটি নামিয়ে ফেলি।’
সাবেক এই মেয়র আরও বলেন, ‘চুরির বিষয়ে পুলিশের প্রতি আমার কোনো অভিযোগ নেই। পুলিশ তো চোর ধরে। রাত্রিকালীন টহলও দেয়। কিন্তু চোর ধরে আদালতে পাঠানোর দুই দিন পরই জামিনে চলে এসে আবার চুরি শুরু করে। পুলিশ তো প্রতি ঘরে ঘরে প্রহরা দিতে পারবে না। তাই জনগণকে সচেতন হতে হবে।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে গিয়ে ব্যানারটি নামানোর জন্য তাঁকে (সাবেক মেয়র) অনুরোধ জানানো হলে তিনি ব্যানার নামিয়ে নেন। একই সঙ্গে চুরি ঠেকাতে পুলিশের আন্তরিকতার বিষয়টি তাঁকে জানাই। চুরি রোধে আমাদের রাতের টহল টিমকে আরও সতর্ক অবস্থায় রাখা হবে। এলাকার মানুষকে আরও বেশি সম্পৃক্ত করে চুরি রোধে আমরা কার্যকর ব্যবস্থা নেব।’
উল্লেখ্য মোহনগঞ্জ পৌর শহরে কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়ে গেছে। প্রতিদিন শহরের তিন থেকে চারটি বাসায় চুরির ঘটনা ঘটছে। শহরের বাসিন্দারা চোর আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতে ঘুমন্ত অবস্থায়ও ঘরে প্রবেশ করে চুরি করছে। গ্রিল কেটে ও শক্ত তালা ভেঙে চোর ঢোকে। এ কারণে ব্যানারে সাবেক মেয়র লিখেন, ‘চুরির সঙ্গে সম্পৃক্তদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বাড়িতে চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ নেই। তাই আমাদের বাড়িতে চুরির চেষ্টা করা আপনাদের মূল্যবান সময়ের অপচয়। অপরদিকে চুরির পর ঘর গোছানো আমাদের জন্য কষ্টের কাজ। ভবিষ্যতে চুরির পরিকল্পনায় বিষয়গুলো আমলে নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।’
চোরের প্রতি অনুরোধ জানিয়ে টানানো ব্যানার পুলিশের আশ্বাসে নামালেন নেত্রকোনার মোহনগঞ্জের সাবেক পৌরমেয়র মো. মাহবুবুন নবী শেখ। আজ মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানা-পুলিশের আশ্বাসে তিনি চোরের প্রতি অনুরোধের ব্যানারটি নামিয়ে ফেলেন।
মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার বাসিন্দা সাবেক মেয়র মাহবুবুন নবী শেখ আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কয়েক দিন আগে নিজের বাড়ির সামনে চোরের প্রতি অনুরোধ জানিয়ে দুটি ব্যানার টানান তিনি। এ নিয়ে গতকাল সোমবার দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শুরু হয় আলোচনা-সমালোচনা।
সাবেক মেয়র মাহবুবুন নবী শেখ বলেন, ‘বিষয়টি গণমাধ্যমে আসায় চারিদিক থেকে অনেক ফোন পাচ্ছিলাম। আজ বিকেলে থানার ওসি এসে ব্যানারটি নামানোর জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি পুলিশ প্রহরা বাড়ানোসহ নিরাপত্তার আশ্বাস দেন। পরে তাঁর অনুরোধ ও আশ্বাসে ব্যানারটি নামিয়ে ফেলি।’
সাবেক এই মেয়র আরও বলেন, ‘চুরির বিষয়ে পুলিশের প্রতি আমার কোনো অভিযোগ নেই। পুলিশ তো চোর ধরে। রাত্রিকালীন টহলও দেয়। কিন্তু চোর ধরে আদালতে পাঠানোর দুই দিন পরই জামিনে চলে এসে আবার চুরি শুরু করে। পুলিশ তো প্রতি ঘরে ঘরে প্রহরা দিতে পারবে না। তাই জনগণকে সচেতন হতে হবে।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে গিয়ে ব্যানারটি নামানোর জন্য তাঁকে (সাবেক মেয়র) অনুরোধ জানানো হলে তিনি ব্যানার নামিয়ে নেন। একই সঙ্গে চুরি ঠেকাতে পুলিশের আন্তরিকতার বিষয়টি তাঁকে জানাই। চুরি রোধে আমাদের রাতের টহল টিমকে আরও সতর্ক অবস্থায় রাখা হবে। এলাকার মানুষকে আরও বেশি সম্পৃক্ত করে চুরি রোধে আমরা কার্যকর ব্যবস্থা নেব।’
উল্লেখ্য মোহনগঞ্জ পৌর শহরে কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়ে গেছে। প্রতিদিন শহরের তিন থেকে চারটি বাসায় চুরির ঘটনা ঘটছে। শহরের বাসিন্দারা চোর আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতে ঘুমন্ত অবস্থায়ও ঘরে প্রবেশ করে চুরি করছে। গ্রিল কেটে ও শক্ত তালা ভেঙে চোর ঢোকে। এ কারণে ব্যানারে সাবেক মেয়র লিখেন, ‘চুরির সঙ্গে সম্পৃক্তদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বাড়িতে চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ নেই। তাই আমাদের বাড়িতে চুরির চেষ্টা করা আপনাদের মূল্যবান সময়ের অপচয়। অপরদিকে চুরির পর ঘর গোছানো আমাদের জন্য কষ্টের কাজ। ভবিষ্যতে চুরির পরিকল্পনায় বিষয়গুলো আমলে নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।’
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে কফিনবন্দী মরদেহগুলো নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১০ মিনিট আগেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আজও বয়ে বেড়াচ্ছে ৩২ বছরের পুরোনো ক্ষত। ১৯৯৩ সালের ১৮ অক্টোবর ট্রিপল মার্ডার হন মেধাবী শিক্ষার্থী ডা. মিজানুর রহমানসহ তিনজন। তিন দশক পার হলেও সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।
২৩ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেকক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান চালানো
১ ঘণ্টা আগে