Ajker Patrika

মাদারগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মাদারগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার থানা মোড়ে বদরুল আলম টাওয়ারের দ্বিতীয় তলায় এটি উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউসিবির ভাইস প্রেসিডেন্ট বজলুল হাবিব ভুঁইয়া, ইউসিবির জামালপুর ব্রাঞ্চের ম্যানেজার রবিউল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, মাদারগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, ব্যবসায়ী প্রতিনিধি ইউসুফ আলী, নুর নবী দেওয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এজেন্ট ব্যাংকিংয়ের এক্সিকিউটিভ অফিসার খালেদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত