Ajker Patrika

বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে হাজতে অসুস্থ, পরে মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১: ৩৪
বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে হাজতে অসুস্থ, পরে মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মারামারির মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। পরে মধ্যরাতে সরিষাবাড়ী থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী গ্রামের দুলু কামারের ছেলে আনোয়ার হোসেন। সে সরিষাবাড়ী থানার মারামারির একটি মামলার এজাহারভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার বিকেলে আসামি আনোয়ার হোসেনকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে থানা হাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ তিনি থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তৎক্ষণাৎ তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের মামা আলহাজ ফকির বলেন, ‘পুলিশ সুস্থ অবস্থায় আনোয়ারকে ধরে নিয়ে গেল। আর এমন কী হলো যে, রাতেই সে মারা গেল।’

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।’

এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, আনোয়ার হোসেনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশ তাঁকে জানিয়েছিল। তৎক্ষণাৎ তিনি হাসপাতালে গিয়ে আনোয়ার হোসেনের নিথর দেহ দেখতে পান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, হাজতি আনোয়ার হোসেন মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত