গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকাকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজের ঘরে বসে তিনি এ ঘটনা ঘটান।
নিহত ওই যুবকের নাম মো. শাহজালাল (২৮)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে।
নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা ভিডিওটিতে দেখা যায়, যুবক শাহজালাল তাঁর দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তাঁর দুটি সন্তানের কথা জানান তিনি। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়িতে থাকা শুরু করেন।
শাহজালাল জানান, তাঁর স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে। তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। তিনি তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের বোঝাতে না পারায় আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।
ভিডিওতে শাহজালাল বলেন, ‘আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।’
স্থানীয় লোকজনের কাছে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা খারাপ হতে থাকলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহজালালের।
এই বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ‘স্থানীয়ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকাকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজের ঘরে বসে তিনি এ ঘটনা ঘটান।
নিহত ওই যুবকের নাম মো. শাহজালাল (২৮)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে।
নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা ভিডিওটিতে দেখা যায়, যুবক শাহজালাল তাঁর দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তাঁর দুটি সন্তানের কথা জানান তিনি। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়িতে থাকা শুরু করেন।
শাহজালাল জানান, তাঁর স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে। তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। তিনি তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের বোঝাতে না পারায় আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।
ভিডিওতে শাহজালাল বলেন, ‘আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।’
স্থানীয় লোকজনের কাছে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা খারাপ হতে থাকলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহজালালের।
এই বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ‘স্থানীয়ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।’
কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
১৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
২৪ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
২ ঘণ্টা আগে