Ajker Patrika

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস: মোংলা যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬: ০৮
প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস: মোংলা যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মোংলা বন্দর পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। 

বহিষ্কৃতরা হলেন মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না এবং পৌর যুব মহিলা লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। 

এই দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মোংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মোংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। উল্লিখিত পোস্টে মোংলা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি শিউলি আকন উৎসাহমূলক ও তামাশামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন। এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার এবং তাঁদের দলীয় সদস্যপদ বাতিল করা হলো।

এই বহিষ্কারাদেশ বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তিনি আরও বলেন, ‘মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটূক্তি ও উপহাস দুঃখজনক। আমি জেলা ও বিভাগীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করব, যাতে করে আমার যুব মহিলা লীগের ভেতরে কোনো নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে কেউ সাহস না পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত