Ajker Patrika

মাগুরায় বাম গণতান্ত্রিক জোট ও জাসদের সমাবেশে পুলিশের বাধা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩: ৫১
Thumbnail image

মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সমাবেশ করতে চাইলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা তাঁদের ব্যানার কেড়ে নেন বলে জানান বাম দলের নেতারা। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। শান্তিপূর্ণ পরিবেশে আজ চৌরঙ্গী মোড়ে সড়কের এক পাশে দাঁড়াতে গেলে পুলিশ আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমাদের ব্যানার তারা কেড়ে নিয়ে যায়। পরে ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাই। 

সমাবেশ করতে না দেওয়ায় নিন্দা জানান উপস্থিত জাসদ মাগুরা জেলার সভাপতি এ টি এম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা। 

এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তারা এখানে জড়ো হচ্ছিল বিশৃঙ্খলা করা জন্য। তা ছাড়া তারা কোনো সমাবেশের অনুমতি আমাদের থেকে নেয়নি। এ জন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করা যায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত