Ajker Patrika

যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৯: ২৩
Thumbnail image

যশোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাহমুদুল হাসান ইমন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর এয়ারপোর্ট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহমুদুল হাসান ইমন সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের ধর্মতলা মডেল পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন। 

ইমনকে উদ্ধার করে নিয়ে আসা কয়েকজন স্কুলশিক্ষার্থী জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট সড়ক দিয়ে ইমন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাথায় আঘাত পান তিনি। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত