Ajker Patrika

ভোটারদের ভয় দেখানো হচ্ছে: কেশবপুরে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৭
Thumbnail image

যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, সাধারণ ভোটারদের কেন্দ্রে না আসার জন্য ভয় দেখানো হচ্ছে। এমনকি তাঁর কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি লিখিতভাবে প্রশাসনকে জানাবেন। আজ সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের অভিযোগ, কেশবপুরে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। এ কারণে সাধারণ ভোটাররা শঙ্কিত হয়ে পড়েছেন।

প্রতীক পেয়েই কেশবপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আজিজুল ইসলাম। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, আলমগীর হোসেন প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত