Ajker Patrika

থানায় মীমাংসার বৈঠক শেষে ফেরার পথে আ.লীগ নেতা খুন 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬: ০০
থানায় মীমাংসার বৈঠক শেষে ফেরার পথে আ.লীগ নেতা খুন 

ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামী লীগের দু-পক্ষের দ্বন্দ্বের মীমাংসা জন্য থানায় কয়েক দফা বৈঠক হয়। বৈঠক শেষে ফেরার সময় এক পক্ষের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

এ ছাড়া এ ঘটনায় আজ সোমবার সকালে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার মিনগ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস।

নিহত ব্যক্তি হলেন হাবিবুর রহমান রিপন। তিনি উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। রিপনের বাবা আবুল কালাম আজাদ আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আহতেরা হলেন কাজী আমিনুর ও রাসেল জোয়ার্দার নামের দুই কর্মী। আহত আমিনুর রহমান ফরিদপুর সদর হাসপাতালে এবং রাসেল ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শৈলকুপা উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনের সমর্থক, সাবেক ইউপি সদস্য রঞ্জু গ্রুপ এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে গত ১৪ অক্টোবর রিপন গ্রুপের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু গ্রুপের সমর্থকেরা। পাল্টা জবাবে রিপন গ্রুপের সমর্থকেরা রঞ্জু গ্রুপের সমর্থক টোটন হোসেনকে পিটিয়ে আহত করে। এ নিয়ে উভয় গ্রুপের চারজনকে আটকও করে পুলিশ।

ঘটনার পর উভয় পক্ষের লোকজন অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর চালায়।এ বিষয়ে গতকাল রোববার রাতে শৈলকুপা থানায় দু-পক্ষের বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হয়। বৈঠকের পর থানা থেকে রাতে রিপন মেম্বারসহ কয়েকজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মিনগ্রামের পাশে আবাইপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতেই আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে রিপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত রিপনের ভাতিজা নুর মোহাম্মদ মধু আজকের পত্রিকাকে জানান, রাতে বৈঠকের পর থানা থেকে ফেরার পথে আবাইপুর নাপিত বাড়ির সামনে তাদের এ হামলা হয়। এ সময় দুর্বৃত্তরা রাস্তার পাশের কলাবাগান থেকে উঠে এসে হামলা করে।

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মুক্তার আহমেদ মৃধা জানান, সামাজিক দলাদলিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

এ দিকে আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পরিষদের মেম্বার রাতে শৈলকুপা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় কুপিয়ে আহত হয়। পরে চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবিদ হাসান বলেন, ‘এই ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর যেন এ রকম ঘটনা না ঘটে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান শুরু করেছি।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত রাতে উভয় পক্ষকে থানায় ডেকে মীমাংসা করা হয়। মীমাংসার পরে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় খুন হন ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত