ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তদন্ত কমিটি এত দিন যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পেয়েছে তার নানান দিক পর্যালোচনা চলছে। আজ বৃহস্পতিবার বন্ধের দিনেও কাজ করে এ তদন্ত কমিটি।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে, পরে অর্থনীতি বিভাগে অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা নিজেরা পর্যালোচনায় বসেছি। তদন্তের প্রয়োজনে ভুক্তভোগী ও অভিযুক্তদের যেকোনো সময় আবারও ডাকা হতে পারে।’
তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পর্যালোচনা কাজ চলমান। আগামীকালও আমাদের কমিটি বসবে। তখন বুঝতে পারব কে দোষী আর কে নির্দোষ। তার আগে কিছুই বোঝা যাচ্ছে না। উন্মুক্ত অভিযোগ কয়েকটি পড়েছে। কাল ওগুলো দেখা হবে।’
এদিকে দুপুরে দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর শাহাবুব আলমের সঙ্গে কথা বলে চলে যান এ কমিটির অপর দুই সদস্য।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা কমিটি তদন্তের কাজ করছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তদন্ত কমিটি এত দিন যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পেয়েছে তার নানান দিক পর্যালোচনা চলছে। আজ বৃহস্পতিবার বন্ধের দিনেও কাজ করে এ তদন্ত কমিটি।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে, পরে অর্থনীতি বিভাগে অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা নিজেরা পর্যালোচনায় বসেছি। তদন্তের প্রয়োজনে ভুক্তভোগী ও অভিযুক্তদের যেকোনো সময় আবারও ডাকা হতে পারে।’
তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পর্যালোচনা কাজ চলমান। আগামীকালও আমাদের কমিটি বসবে। তখন বুঝতে পারব কে দোষী আর কে নির্দোষ। তার আগে কিছুই বোঝা যাচ্ছে না। উন্মুক্ত অভিযোগ কয়েকটি পড়েছে। কাল ওগুলো দেখা হবে।’
এদিকে দুপুরে দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর শাহাবুব আলমের সঙ্গে কথা বলে চলে যান এ কমিটির অপর দুই সদস্য।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা কমিটি তদন্তের কাজ করছে।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৮ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
৩১ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে