Ajker Patrika

নড়াইলে ধুমপান বিরোধী শোভাযাত্রা

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ধুমপান বিরোধী শোভাযাত্রা

‘সুস্থ সবল কিশোর কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে নড়াইলে ধুমপান ও মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় শোভাযাত্রাটি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা শেষে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন। 

মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও পরিদর্শক আব্দুস সালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত