যশোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় এক নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে ঘরে ওঠার ঘোষণা দিয়েছেন যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম তিব্বত। একটি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের উপস্থিতিতে তিব্বত সব ইউপি চেয়ারম্যানকে একাত্ম হওয়ার আহ্বান জানান।
বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী এই চেয়ারম্যানের একটি ভিডিও ক্লিপ গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরিফুল ইসলাম তিব্বত জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘বাঘারপাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে—৫ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো নিজ নিজ পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন; যা টি এস আইয়ুবের কারণেই সম্ভব হয়েছে। ভবিষ্যতে সব চেয়ারম্যান তাঁর নেতৃত্বে কাজ করবেন। বাঘারপাড়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত (এমপি) করেই আমরা ঘরে উঠব।’
গতকাল রাত থেকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। বিএনপি নেতাকে এমপি বানাতে আওয়ামী লীগ নেতাদের একাট্টা হওয়ার ঘোষণায় নিজ দলের নেতা-কর্মীরা যেমন বিব্রত, তেমনি বিব্রত বিএনপি নেতা-কর্মীরাও।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের দুর্দিনে দলের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিব্বত।
বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনে ব্যস্ত খোদ বিএনপি নেতারা। বিএনপির নেতাদের ছত্রচ্ছায়াতে আওয়ামী লীগের নেতারা মাঠে নামছেন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৪ ও ৫ এপ্রিল দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। প্রথম দিন রাতের অনুষ্ঠানে বক্তব্য দেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত।
আওয়ামী লীগ নেতা তিব্বত তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বাঘারপাড়ার শেষ ঠিকানা হচ্ছে টি এস আইয়ুব। ভবিষ্যতে ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর নেতৃত্বে চলবেন।’
জানা গেছে, গত নির্বাচনে বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদের সাতটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম তিব্বত একজন। ওই নির্বাচনে রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র ও বন্দবিলা ইউনিয়নে নির্বাচিত হয় ওয়ার্কার্স পার্টির প্রার্থী।
বন্দবিলা ইউপির চেয়ারম্যান সবদুল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল ইসলাম তিব্বত যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর নিজস্ব মতামত। বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানদের কোনো বৈঠকে টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা প্রকাশের ঘোষণা হয়নি।’
দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন, ‘তিব্বত যখন বক্তব্য দিয়েছেন, তখন তিনি সুস্থ ছিলেন কি না আমার সন্দেহ হয়। টি এস আইয়ুব একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। ইউনিয়ন পরিষদের কাজকর্মে তাঁর সঙ্গে যোগাযোগ করা বা একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ঘটতেই পারে। তাঁর মানে এই নয় যে, ঘোষণা দেবেন বাঘারপাড়ার সব চেয়ারম্যান টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।’
বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, আট ইউনিয়নের চেয়ারম্যানেরা তিব্বতের ওই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত বলেন, ‘অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ হয়। প্রায় তিন ঘণ্টা অনুষ্ঠান বন্ধ ছিল। সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে আমি ওই বক্তব্য দিয়েছি।’
বাঘারপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা জনরোষে পড়ার ভয়ে সামনে আসছেন না। অথচ বাঘারপাড়ার সব ইউপি চেয়ারম্যান অফিস করছেন। ওইসব চেয়ারম্যানের কাছ থেকে টি এস আইয়ুব মোটা অঙ্কের টাকা নিয়েছেন এবং বিএনপিতে পুনর্বাসন করছেন বলেই তাঁরা প্রকাশ্যে তাঁর হয়ে কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের নেতারা আইয়ুবের পক্ষে কাজ করায় আমরা বিব্রত ও লজ্জাবোধ করছি।’
এ বিষয়ে বিএনপি নেতা টি এস আইয়ুবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।
বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বলেন, ‘তিব্বতের বক্তব্য তাঁর অনিয়ম-দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। আইয়ুবের সঙ্গে যোগাযোগ রেখে তিনি পরিষদ চালাচ্ছেন। এতে আমরা বিব্রত। দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জায়গা দেওয়াতে বিএনপি অনেক নেতা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে চাইছেন।’
বিএনপির কেন্দ্রীয় এক নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে ঘরে ওঠার ঘোষণা দিয়েছেন যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম তিব্বত। একটি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের উপস্থিতিতে তিব্বত সব ইউপি চেয়ারম্যানকে একাত্ম হওয়ার আহ্বান জানান।
বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী এই চেয়ারম্যানের একটি ভিডিও ক্লিপ গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরিফুল ইসলাম তিব্বত জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘বাঘারপাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে—৫ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো নিজ নিজ পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন; যা টি এস আইয়ুবের কারণেই সম্ভব হয়েছে। ভবিষ্যতে সব চেয়ারম্যান তাঁর নেতৃত্বে কাজ করবেন। বাঘারপাড়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত (এমপি) করেই আমরা ঘরে উঠব।’
গতকাল রাত থেকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। বিএনপি নেতাকে এমপি বানাতে আওয়ামী লীগ নেতাদের একাট্টা হওয়ার ঘোষণায় নিজ দলের নেতা-কর্মীরা যেমন বিব্রত, তেমনি বিব্রত বিএনপি নেতা-কর্মীরাও।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের দুর্দিনে দলের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিব্বত।
বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনে ব্যস্ত খোদ বিএনপি নেতারা। বিএনপির নেতাদের ছত্রচ্ছায়াতে আওয়ামী লীগের নেতারা মাঠে নামছেন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৪ ও ৫ এপ্রিল দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। প্রথম দিন রাতের অনুষ্ঠানে বক্তব্য দেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত।
আওয়ামী লীগ নেতা তিব্বত তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বাঘারপাড়ার শেষ ঠিকানা হচ্ছে টি এস আইয়ুব। ভবিষ্যতে ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর নেতৃত্বে চলবেন।’
জানা গেছে, গত নির্বাচনে বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদের সাতটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম তিব্বত একজন। ওই নির্বাচনে রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র ও বন্দবিলা ইউনিয়নে নির্বাচিত হয় ওয়ার্কার্স পার্টির প্রার্থী।
বন্দবিলা ইউপির চেয়ারম্যান সবদুল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল ইসলাম তিব্বত যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর নিজস্ব মতামত। বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানদের কোনো বৈঠকে টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা প্রকাশের ঘোষণা হয়নি।’
দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন, ‘তিব্বত যখন বক্তব্য দিয়েছেন, তখন তিনি সুস্থ ছিলেন কি না আমার সন্দেহ হয়। টি এস আইয়ুব একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। ইউনিয়ন পরিষদের কাজকর্মে তাঁর সঙ্গে যোগাযোগ করা বা একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ঘটতেই পারে। তাঁর মানে এই নয় যে, ঘোষণা দেবেন বাঘারপাড়ার সব চেয়ারম্যান টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।’
বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, আট ইউনিয়নের চেয়ারম্যানেরা তিব্বতের ওই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত বলেন, ‘অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ হয়। প্রায় তিন ঘণ্টা অনুষ্ঠান বন্ধ ছিল। সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে আমি ওই বক্তব্য দিয়েছি।’
বাঘারপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা জনরোষে পড়ার ভয়ে সামনে আসছেন না। অথচ বাঘারপাড়ার সব ইউপি চেয়ারম্যান অফিস করছেন। ওইসব চেয়ারম্যানের কাছ থেকে টি এস আইয়ুব মোটা অঙ্কের টাকা নিয়েছেন এবং বিএনপিতে পুনর্বাসন করছেন বলেই তাঁরা প্রকাশ্যে তাঁর হয়ে কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের নেতারা আইয়ুবের পক্ষে কাজ করায় আমরা বিব্রত ও লজ্জাবোধ করছি।’
এ বিষয়ে বিএনপি নেতা টি এস আইয়ুবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।
বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বলেন, ‘তিব্বতের বক্তব্য তাঁর অনিয়ম-দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। আইয়ুবের সঙ্গে যোগাযোগ রেখে তিনি পরিষদ চালাচ্ছেন। এতে আমরা বিব্রত। দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জায়গা দেওয়াতে বিএনপি অনেক নেতা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে চাইছেন।’
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
৬ মিনিট আগেফুলগাজীতে বাসচাপায় তাসিন উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার ফেনী–পরশুরাম সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৮) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২৭ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল
১৯ মিনিট আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
৩৩ মিনিট আগে