ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বিকেল থেকে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, মুজিব চত্বরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
তবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা কর্মীর ভিড় দেখা গেছে। কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা জানান, এখন কোনো মন্তব্য করা যাবে না। তাকে (সাইদুল করিম মিন্টু) ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এ ছাড়া আটক সাইদুল করিম মিন্টুর বাসভবনের সামনেও সুনসান নীরবতা বিরাজ করছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘এমপি হত্যার মামলাটি ঢাকা পুলিশ তদন্ত করছে। যেহেতু সাইদুল করিম মিন্টুকে পুলিশ নিয়ে গেছে, ঢাকাতে সেই হিসেবে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের টহলও বাড়ানো হয়েছে।’
এর আগে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটকের ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই কালীগঞ্জ শহরে বিক্ষোভ করেছে দলীয় নেতা কর্মীরা। এ সময় কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজামান শাহীনসহ আটক জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিষয়ে গভীরভাবে তদন্তের দাবি জানান।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বিকেল থেকে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, মুজিব চত্বরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
তবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা কর্মীর ভিড় দেখা গেছে। কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা জানান, এখন কোনো মন্তব্য করা যাবে না। তাকে (সাইদুল করিম মিন্টু) ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এ ছাড়া আটক সাইদুল করিম মিন্টুর বাসভবনের সামনেও সুনসান নীরবতা বিরাজ করছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘এমপি হত্যার মামলাটি ঢাকা পুলিশ তদন্ত করছে। যেহেতু সাইদুল করিম মিন্টুকে পুলিশ নিয়ে গেছে, ঢাকাতে সেই হিসেবে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের টহলও বাড়ানো হয়েছে।’
এর আগে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটকের ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই কালীগঞ্জ শহরে বিক্ষোভ করেছে দলীয় নেতা কর্মীরা। এ সময় কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজামান শাহীনসহ আটক জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিষয়ে গভীরভাবে তদন্তের দাবি জানান।
রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডে এক কিশোরকে মারছিল ছয়-সাতজন মিলে। মাথায় হেলমেট দিয়ে একের পর এক আঘাত করে। ইট দিয়ে মাথায় আঘাতেরও চেষ্টা করা হয়। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। ছুটে আসেন একজন ট্রাফিক সার্জেন্টও।
৫ ঘণ্টা আগেপারিবারিক বিরোধে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশের পারিবারিক আদালতে বর্তমানে ৭৪ হাজারের বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে পাঁচ হাজারের বেশি মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে...
৫ ঘণ্টা আগেটঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের গাজীপুরের কালীগঞ্জ বাইপাস মোড় যেন মৃত্যুফাঁদ। গোলচত্বর ও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে এই মোড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; ঝরছে প্রাণ। সরু রাস্তা, যানবাহনের ব্যাপক চাপ ও বেপরোয়া গতি—সব মিলিয়ে আতঙ্কের আরেক নাম এই বাইপাস মোড়।
৫ ঘণ্টা আগে‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে