Ajker Patrika

নিখোঁজ ছাত্রীর মৃতদেহ পাওয়া গেল পুকুরে 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
নিখোঁজ ছাত্রীর মৃতদেহ পাওয়া গেল পুকুরে 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রী সুমাইয়া খাতুন মরিয়মের (৭) মৃতদেহ পাওয়া গেল পুকুরে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের পর রাতে স্থানীয় একটি পুকুর থেকে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। 

এলাকা সূত্রে জানা যায়, নিহত শিশু আলমডাঙ্গা উপজেলার মাদাহুদা গ্রামের মো. খাইরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। 

এ বিষয়ে নিহত মরিয়মের পিতা বলেন, 'সকালে পুকুরের পাশে আমবাগানে মরিয়ম ও তার সহপাঠী চার-পাঁচজনের সঙ্গে খেলা করছিল। সকালে বের হয়ে দুপুরেও না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে রাতে কয়েকজন গ্রামবাসী পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকি। একসময় পুকুরের পানিতেই মেয়ের মৃতদেহ পাই। পানি থেকে মৃতদেহ তোলার পরে দেখি মেয়ের কানে সোনার দুল নেই। সন্দেহ করছি, কানের দুল নিয়ে তাকে পানিতে ফেলে কেউ মেরে ফেলেছে। আমি এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশের সহযোগিতা চাই।' 

এদিকে এ ঘটনার খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, 'পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা নাকি খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটি চৌকস দল এ নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত