Ajker Patrika

গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে টাকা চুরি করে নেওয়া ব্যাংকের ভল্ট। ছবি: আজকের পত্রিকা
মেহেরপুরের গাংনীতে টাকা চুরি করে নেওয়া ব্যাংকের ভল্ট। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়।

শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ব্যাংকের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়। এ কারণে চুরির সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি। তাঁদের লেনদেন স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা কোনো হয়রানির শিকার হবেন না।

শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, গতকাল কাজ শেষ করে ব্যাংকের কর্মকর্তারা ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রেখে যান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। পরে ভল্ট কক্ষে গিয়ে দেখেন তালা কেটে টাকা নিয়ে গেছে।

শাখা ব্যবস্থাপক বলেন, ‘আমাদের এখান থেকে যে টাকা খোয়া গেছে, সেটা এজেন্ট মালিকের। কারণ এজেন্ট শাখা চালাতে হলে কিছু টাকা জমা রাখা লাগে। আমাদের ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলে এসে দেখি চোরেরা জানালার গ্রিল ও ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সব রকম আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। চোর চক্রকে ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত