গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়।
শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ব্যাংকের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়। এ কারণে চুরির সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি। তাঁদের লেনদেন স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা কোনো হয়রানির শিকার হবেন না।
শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, গতকাল কাজ শেষ করে ব্যাংকের কর্মকর্তারা ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রেখে যান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। পরে ভল্ট কক্ষে গিয়ে দেখেন তালা কেটে টাকা নিয়ে গেছে।
শাখা ব্যবস্থাপক বলেন, ‘আমাদের এখান থেকে যে টাকা খোয়া গেছে, সেটা এজেন্ট মালিকের। কারণ এজেন্ট শাখা চালাতে হলে কিছু টাকা জমা রাখা লাগে। আমাদের ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলে এসে দেখি চোরেরা জানালার গ্রিল ও ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সব রকম আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। চোর চক্রকে ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।’
মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়।
শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ব্যাংকের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়। এ কারণে চুরির সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি। তাঁদের লেনদেন স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা কোনো হয়রানির শিকার হবেন না।
শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, গতকাল কাজ শেষ করে ব্যাংকের কর্মকর্তারা ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রেখে যান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাশিয়ার ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা। পরে ভল্ট কক্ষে গিয়ে দেখেন তালা কেটে টাকা নিয়ে গেছে।
শাখা ব্যবস্থাপক বলেন, ‘আমাদের এখান থেকে যে টাকা খোয়া গেছে, সেটা এজেন্ট মালিকের। কারণ এজেন্ট শাখা চালাতে হলে কিছু টাকা জমা রাখা লাগে। আমাদের ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলে এসে দেখি চোরেরা জানালার গ্রিল ও ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সব রকম আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। চোর চক্রকে ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।’
খুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক ও দুটি কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন সফিউল্লাহ (৪২) ও ওসিকার খান (৩৮)। তাঁরা রূপসার বাসিন্দা। তাঁদের মধ্যে ওসিকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামীপন্থীদের অপসারণ এবং সৎ ও মেধাবীদের নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তাঁর স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
১১ মিনিট আগে১৩৩ কোটি টাকা মানিলন্ডানিংসহ বিভিন্ন অপরাধে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এসব অপকর্মের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুল আলম জেনিথসহ আরও পাঁচ-সাতজন জড়িত বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৪ মিনিট আগে