Ajker Patrika

টিসিবির পণ্য ছিনিয়ে নিতে হাতুড়িপেটা ও শ্লীলতাহানির অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
টিসিবির পণ্য ছিনিয়ে নিতে হাতুড়িপেটা ও শ্লীলতাহানির অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ছিনিয়ে নিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ গ্রাম্য পুলিশদের হাতুড়িপেটা ও শ্লীলতাহানি করা হয়ে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। 

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ বন্ধ রাখা হয়েছে।

মামলায় আসামিরা হলেন—নাভারণ বেলের মাঠ গ্রামের আমীন, মোস্তাফিজুর রহমান দোয়েল, বিল্লাল, মফিজুল ইসলাম বাবু, সাগর, মুকুল ও মোস্তাফিজুর রহমান সুজন। 

মামলায় জানা গেছে, গত ২৫ মার্চ সকালে ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ শুরু হয়। এ সময় অভিযুক্তরা কার্ড ব্যতীত টিসিবির পণ্য জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামপুলিশেরা বাধা দিলে তাঁদের মারধর, ইউপি সদস্যদের হাতুড়িপেটা এবং এক নারী ইউপি সদস্যদের শ্লীলতাহানি করেন। 

মামলার বাদী চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা ইউপি পরিষদে ঢুকে হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ বন্ধ থাকবে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত