নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান মালার নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১৬ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অপর মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন। চলতি বছরের জানুয়ারি মাসে দুদকের অন্য একটি মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান মালার নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১৬ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অপর মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন। চলতি বছরের জানুয়ারি মাসে দুদকের অন্য একটি মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সুনামগঞ্জের মধ্যনগরে খাল পার হতে গিয়ে এক মা ও তাঁর শিশুকন্যা ভেসে গেছে। পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুজন হলো বিলকিছ আক্তার ও তাঁর মেয়ে বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
১৮ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ড্রোন শো। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৪ মিনিট আগেআজ সকালে সরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা যাত্রী নিয়ে মধ্যনগরে আসছিল। পথে পিঁপড়াকান্দা সেতুর নিচে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে তাঁকে উদ্ধার করেন।
৪১ মিনিট আগেখড়ের ছাউনি দেওয়া ১০ হাত একটি ঘরে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে থাকেন আব্দুল জব্বার (৬৮)। জায়গার অভাবে গোসল করেন সেচ ক্যানেলে। স্ত্রী-সন্তানদের প্রাকৃতিক কাজ সারতে হয় ঝোপঝাড়ে। পানির জন্য যেতে হয় অন্যের নলকূপে। রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বেলাইচণ্ডী সর্দারপাড়া গ্রামে থাকেন আব্দুল...
৪৩ মিনিট আগে