দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’
জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’
জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’
কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
১৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
২৪ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
২ ঘণ্টা আগে