প্রতিনিধি (দিনাজপুর)
কোরবানি ঈদে কেনাকাটার জন্য তিন দিন আগে বাবাকে মোবাইলের মাধ্যমে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছিলেন মুরসালিন। মা-বাবাকে জানিয়েছিলেন গত ঈদে আসতে পারেননি কিন্তু এবার আসবেন। এর জন্য কয়েকজন মিলে একটি গাড়িও ঠিক করেছিলেন। কিন্তু বাবাকে দেওয়া সেই কথা রাখা হলোনা তাঁর। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফ দিয়ে আহত হন মুরসালিন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মুরসালিনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুখদেবপুর গ্রামে। বাবা আনিসুর রহমান পেশায় কৃষি শ্রমিক। দুই ভাইবোনের মধ্যে মুরসালিন বড়। শনিবার সকালে মুরসালিনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন।
বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বারান্দায় বিলাপ করে গড়াগড়ি করছেন মা মোকছেদা বেগম। স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছেন আর ছেলের কথা বলছেন।
মুরসালিনের বাবা আনিসুর রহমান জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ছেলেকে তাঁর মামার সঙ্গে নারায়ণগঞ্জে কাজের জন্য পাঠান। এর আগে এলাকায় ট্রলিতে হেলপারের কাজ করতেন মুরসালিন। ঘটনার দিন সন্ধ্যায় মামা ফোন করে কোম্পানিতে আগুন লাগার খবর দেন। মুরসালিন তিনতলা থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে রাত ১১টায় জানতে পারেন ছেলে আর নেই।
আনিসুর রহমান বলেন, আমাদের আর দেখার মতো কেউ থাকল না। বোনটাকে বিয়ে দিয়ে ছেলেটা আমার সংসারটা গোছাচ্ছিল। সেই ছেলেটা আমার চলে গেল। এখনো লাশ আসেনি। ওর মামা বলেছে, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে আসবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কোরবানি ঈদে কেনাকাটার জন্য তিন দিন আগে বাবাকে মোবাইলের মাধ্যমে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছিলেন মুরসালিন। মা-বাবাকে জানিয়েছিলেন গত ঈদে আসতে পারেননি কিন্তু এবার আসবেন। এর জন্য কয়েকজন মিলে একটি গাড়িও ঠিক করেছিলেন। কিন্তু বাবাকে দেওয়া সেই কথা রাখা হলোনা তাঁর। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফ দিয়ে আহত হন মুরসালিন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মুরসালিনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুখদেবপুর গ্রামে। বাবা আনিসুর রহমান পেশায় কৃষি শ্রমিক। দুই ভাইবোনের মধ্যে মুরসালিন বড়। শনিবার সকালে মুরসালিনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন।
বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বারান্দায় বিলাপ করে গড়াগড়ি করছেন মা মোকছেদা বেগম। স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছেন আর ছেলের কথা বলছেন।
মুরসালিনের বাবা আনিসুর রহমান জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ছেলেকে তাঁর মামার সঙ্গে নারায়ণগঞ্জে কাজের জন্য পাঠান। এর আগে এলাকায় ট্রলিতে হেলপারের কাজ করতেন মুরসালিন। ঘটনার দিন সন্ধ্যায় মামা ফোন করে কোম্পানিতে আগুন লাগার খবর দেন। মুরসালিন তিনতলা থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে রাত ১১টায় জানতে পারেন ছেলে আর নেই।
আনিসুর রহমান বলেন, আমাদের আর দেখার মতো কেউ থাকল না। বোনটাকে বিয়ে দিয়ে ছেলেটা আমার সংসারটা গোছাচ্ছিল। সেই ছেলেটা আমার চলে গেল। এখনো লাশ আসেনি। ওর মামা বলেছে, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে আসবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২৯ মিনিট আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
৩৭ মিনিট আগেঋণের বোঝা সামলাতে না পেরে আত্মগোপনে চলে যাওয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেবরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৬ ঘণ্টা আগে