Ajker Patrika

১৬ মাস পর বেতন-ভাতা পেলেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
১৬ মাস পর বেতন-ভাতা পেলেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেছেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি। ১৬ মাস পর আজ সোমবার দুপুরে তিনি পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল থেকে চার মাসের বেতন ভাতা বাবদ ৬৬ লাখ টাকা বেতন-ভাতা দিয়েছেন। এর মধ্য ৬ লাখ ৪০ হাজার টাকা সাবেক মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা। 

পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী বলেন, পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় ২০২৩ সালের জুন মাস থেকে পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের সম্মানী বকেয়া ছিল। গত ১৯ আগস্ট পৌর প্রশাসক দায়িত্ব গ্রহণ করে হোল্ডিং কর যথাসাধ্য আদায় করে ২০২৩ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ মাসের বেতন ভাতা ও তৎকালীন পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা দিয়েছেন। 

এদিকে দীর্ঘদিন পর বকেয়া বেতন ভাতা পেয়ে খুশি পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। 

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভাটিতে আয় কম। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয় পৌরসভার নিজস্ব রাজস্ব খাত থেকে। কিন্তু পৌরসভার রাজস্ব হোল্ডিং করসহ বিভিন্ন কর মাসের পর মাস বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও বকেয়া পড়ে যায়। এ জন্য তিনি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করাসহ উন্নয়ন করতে নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ, গত বছর ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘আয়ের চেয়ে ব্যয় বেশি, বেতন বাকি ১৬ মাসের’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত