Ajker Patrika

কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খানসামায় প্রশাসনের মাইকিং 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খানসামায় প্রশাসনের মাইকিং 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলার মাইকিং করছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পাকেরহাট, কাচিনীয়া, ভুল্লারহাট ও বোর্ডেরহাট বাজারে ভোটারদের উদ্দেশে মাইকিং করতে দেখা গেছে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদের স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তির বরাত দিয়ে মাইকিং সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করা হলো। 

লিটন ইসলাম নামের বালাপাড়া এলাকার এক তরুণ ভোটার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং এর ফলে সবাই ভোট দিতে উৎসাহিত হবে ও সাহস পাবে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য ভোটারদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। 

তিনি আরও বলেন, যদি কেউ ভোট দিতে চান, আর কেউ তাঁকে বাধা দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। 

উল্লেখ্য, খানসামা ও চিরিরবন্দর দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনের খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫২টি কেন্দ্র আছে। এতে মোট ভোটার ১ লাখ ৪৪ হাজার ৭১৫ জন। অপর দিকে চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়নে ৭৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত