নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো ব্যবসায় অভিযুক্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনায় সেলিম প্রধানের স্ত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছেন। সেলিমের স্ত্রী আনা প্রসভেতোভা রাশিয়ার নাগরিক।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার করার পর সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—ডা. মজিবুর রহমান, রাসেল, সিয়াম, আলামিন, কামাল, ফেরদৌস, মোশারফ, আওলাত এবং বাবু।
অভিযোগে আনা প্রসভেতোভা বলেন, গত ২৪ মে শুক্রবার সকাল ৭টা থেকে আসামিরা রূপগঞ্জের সাওঘাট এলাকায় আমার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ ছাড়া আসামিরা বাড়ি লক্ষ্য করে কয়েকশ ককটেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচ, সিসিটিভি, গাড়ি, এয়ারকন্ডিশন ও আসবাবপত্র ভাঙচুর করে। প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আমাদের মেরে ফেলা এবং লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় হামলাকারীরা। এই ঘটনায় আমিসহ আমার তিন রাশিয়ার নাগরিক সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি। হামলার বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে জানানো হয়েছে।
মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
এর আগে, গত ২৪ মে বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম প্রধান এবং বাজারের নিয়ন্ত্রক মজিবুর রহমান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেন। সেই ঘটনার ১১ দিন পর মামলা করলেন সেলিম প্রধানের স্ত্রী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো ব্যবসায় অভিযুক্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনায় সেলিম প্রধানের স্ত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছেন। সেলিমের স্ত্রী আনা প্রসভেতোভা রাশিয়ার নাগরিক।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার করার পর সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—ডা. মজিবুর রহমান, রাসেল, সিয়াম, আলামিন, কামাল, ফেরদৌস, মোশারফ, আওলাত এবং বাবু।
অভিযোগে আনা প্রসভেতোভা বলেন, গত ২৪ মে শুক্রবার সকাল ৭টা থেকে আসামিরা রূপগঞ্জের সাওঘাট এলাকায় আমার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ ছাড়া আসামিরা বাড়ি লক্ষ্য করে কয়েকশ ককটেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচ, সিসিটিভি, গাড়ি, এয়ারকন্ডিশন ও আসবাবপত্র ভাঙচুর করে। প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আমাদের মেরে ফেলা এবং লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় হামলাকারীরা। এই ঘটনায় আমিসহ আমার তিন রাশিয়ার নাগরিক সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি। হামলার বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে জানানো হয়েছে।
মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
এর আগে, গত ২৪ মে বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম প্রধান এবং বাজারের নিয়ন্ত্রক মজিবুর রহমান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেন। সেই ঘটনার ১১ দিন পর মামলা করলেন সেলিম প্রধানের স্ত্রী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৩ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে