Ajker Patrika

এসইউবি ফার্মেসি বিভাগে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৩, ২১: ৫৮
Thumbnail image

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যালস সায়েন্সেস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কনফারেন্সের উদ্বোধন করা হয়। 

কনফারেন্সে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত এবং নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০ টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম এ রশিদ। তিনি ফার্মেসি গবেষণার সাম্প্রতিক বিভিন্ন দিক এবং কনফারেন্সের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি ফার্মাসিউটিক্যাল ফরমুলেশন, নোভেল ড্রাগ ডেভেলপমেন্ট, ট্র্যাডিশনাল অ্যান্ড হারবাল মেডিসিন, নিউট্রাসিউটিক্যালস, বায়োটেক প্রোডাক্টস এবং ফার্মেসি প্র্যাকটিসসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর প্রেসিডেন্ট ডা. এ এম শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. পান্না থাপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত