Ajker Patrika

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫: ২৩
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে দুটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভাঙচুর করা হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লি বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল নূর বলেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে গণহত্যা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি।’

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ বক্সে আগুনএকই কলেজের শিক্ষার্থী সুচি আক্তার বলেন, ‘সারা দেশে কতটা নির্মমভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছে। সারা দেশে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী নিহত-আহত হয়েছে। অনেক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, খুনিদের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।’

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভএ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত