নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ওয়ারী এলাকায় ক্রয় করা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বে গত ১৪ আগস্ট খুন হন আল আমিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়া নামের আপন দুই ভাই। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। গত শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আকবর হোসেন (৬০), তাঁর ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও সিফাতের বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, একটি চাকু ও একটি স্টিলের ব্যাট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
উপকমিশনার বলেন, ২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিপন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়ারী থানার হাটখোলা রোডের পাশে জমির মালিক অ্যাডভোকেট আকবর ভবন নির্মাণের চুক্তি করেন। কিন্তু ১০ বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় আকবর নিজেদের অর্থায়নে দুতলা একটি ভবন নির্মাণ করেন।
এর আগে, আল আমিন ক্ল্যাসিক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। গত ১৪ আগস্ট তাঁর ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যান। এ সময় সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্য আসামিদের সহযোগিতায় আল আমিন ও নুরুল আমিনকে মারধর করে গুরুতর জখম করে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি হত্যা মামলা করলে শুক্রবার অভিযান চালিয়ে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়েল এস্টেট কোম্পানি নিহত আলামিনের সঙ্গে প্রতারণা করেছে। কোম্পানির বিরুদ্ধেও মামলা হবে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে সত্যিকারের পুলিশিং করতে চাই জানিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই পুলিশিং করতে চাই।’
রাজধানীর ওয়ারী এলাকায় ক্রয় করা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বে গত ১৪ আগস্ট খুন হন আল আমিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়া নামের আপন দুই ভাই। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। গত শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আকবর হোসেন (৬০), তাঁর ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও সিফাতের বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, একটি চাকু ও একটি স্টিলের ব্যাট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
উপকমিশনার বলেন, ২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিপন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়ারী থানার হাটখোলা রোডের পাশে জমির মালিক অ্যাডভোকেট আকবর ভবন নির্মাণের চুক্তি করেন। কিন্তু ১০ বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় আকবর নিজেদের অর্থায়নে দুতলা একটি ভবন নির্মাণ করেন।
এর আগে, আল আমিন ক্ল্যাসিক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। গত ১৪ আগস্ট তাঁর ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যান। এ সময় সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্য আসামিদের সহযোগিতায় আল আমিন ও নুরুল আমিনকে মারধর করে গুরুতর জখম করে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি হত্যা মামলা করলে শুক্রবার অভিযান চালিয়ে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়েল এস্টেট কোম্পানি নিহত আলামিনের সঙ্গে প্রতারণা করেছে। কোম্পানির বিরুদ্ধেও মামলা হবে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে সত্যিকারের পুলিশিং করতে চাই জানিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই পুলিশিং করতে চাই।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
৪৪ মিনিট আগে