Ajker Patrika

দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে

টাঙ্গাইলের গোপালপুরে একটি দোকানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ওই দোকানিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ঝাওয়াইল বাজারের এক দোকান থেকে এসব জব্দ করা হয়। 

ওই দোকানের মালিক সানোয়ার হোসেন। দোকানের নাম সাগর স্টোর। সানোয়ার হোসেন নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদ বসনীর ছেলে। 

গোপালপুর থানা-পুলিশ বলছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে সানোয়ার হোসেন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। নিষিদ্ধ, ক্ষতিকারক ও যৌন উত্তেজক অবৈধ ওষুধ, সালসা ও পানীয়ের পাইকারি ব্যবসা করতেন তিনি। 

ঝাওয়াইল বাজারের ব্যবসায়ী মজনু মিয়া জানান, একটি প্রভাবশালী মহলের পরিচয়ে এ অবৈধ ব্যবসা চালানোয় এলাকার যুবক ও কিশোররা নানা অপরাধে জড়িত ছিল। 

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব আজকের পত্রিকাকে জানান, সাগর স্টোর নামের একটি ভ্যারাইটি দোকানের অন্তরালে সানোয়ার এ নিষিদ্ধ ব্যবসা চালাচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত