Ajker Patrika

নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদীর বেলাবতে আলামিন (২৭) নামে এক ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভীন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন-নরসিংদীর বেলাব উপজেলার মরিচাকান্দি গ্রামের রহুল আমিন ওরফে রাহুল (২১), একই গ্রামের মো. কাউছার মিয়া (২২), ভাটেরচর গ্রামের মো. হৃদয় মিয়া (২০), রুবেল (৩২), দুলালকান্দি গ্রামের রাকিবুল ইসলাম শুভ (২০), একই গ্রামের মাহিন (১৯), নোয়াকান্দি গ্রামের সাইদুল (৩০), ভৈরব থানার দড়িচন্ডিবের এলাকার সুমন ওরফে সুন্দর সুমন (২৯), বাঁশগাড়ী (মানিকদী) গ্রামের আশাব উদ্দিন ওরফে শাকিল (৩০) ও রায়পুরা থানার সাহেরচর গ্রামের রিপন (২৮)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী প্লানভিউ নামে একটি বেসরকারি ফার্মের উপসহকারী প্রকৌশলী ও রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আলামিন নরসিংদীর অফিস থেকে মোটরসাইকেলযোগে রায়পুরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে দুর্বৃত্তরা আটকে তার হাত, পা বেঁধে শ্বাসরোধ ও কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেন।

মামলায় পুলিশ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলার ১০ আসামির মধ্যে দুই আসামি মাহিন ও রাকিবুলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি ৮ জন আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে ৩ জন আদালত হতে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত